বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন, ১৪৩১

সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ মারা গেছেন

ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিজামউদ্দিন আহমেদ ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন। তার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

ডিআরইউ নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বুধবার বাদ মাগরিব চট্টগ্রামের লোহাগড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Join Manab Kallyan