ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড।
আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিযোগীরা রচনা লেখা, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তৃতা বিষয়ে বয়সভেদে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবে।
মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।
প্রতিযোগিতায় সহযোগিতা করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
ভাষার মাসে এটি দেশের ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুলগুলোর অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এবারও শতাধিক স্কুলের হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বার্ষিক এই প্রতিযোগিতা এরই মধ্যে সাফল্যের সাথে এক যুগ অতিক্রম করেছে।