শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের মুখে পড়ে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না, ঢাকায়ও কোনো ট্রেন ঢুকছে না।

এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার সকাল থেকেই সারাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে দুটি ট্রেন আটকা পড়ার খবর পাওয়া যায়।

সকাল সাড়ে ১০ থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশন ও মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এতে শত শত শিক্ষার্থী যোগ দেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

Join Manab Kallyan