চট্টগ্রাম প্রতিনিধি: ফেনীতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ উদ্যোগে এলাকায় ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকা থেকে ফেনীর উদ্দেশ্যে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ এর দুইটি টিম রওনা হয়। ২০ ই আগস্ট তারিখে ঘটে যাওয়া ফেনীতে বর্না দুর্গত পরিস্থিতিতে সকলের সহযোগিতায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ এর “এ” টিম ৪০০ এর অধিক পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী পৌঁছে দেয় এবং উদ্ধার কাজের জন্য ৩টি বোট নিয়ে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ “বি” টিম ১০০০ এর উপর অসহায় মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার মত সক্ষম হয়।
এবং গত ২৬ ই আগস্ট মিরসরাই এর আজমপুর, মহুরী প্রজেক্ট, জাইল্লাপাড়া,আবুরহাট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হতে আনুমানিক ৭৫০ ফ্যামিলিকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি এবং কিছু ওষুধ বিতরণ করেন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের সদস্যরা।
এসময় জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ এর উদ্যোক্তা এড্যাভোকেট কানিসুল হাসান চৌধুরী রিহাত বলেন, আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে অসহায় বিপদযস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যৎতেও এভাবে মানুষের জন্য কাজ করতে চাই,অসহায় মানুষদের জন্য আমরা জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ সবসময় পাশে থাকবো ধন্যবাদ জানাই জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের সকল টিম সদস্যকে এবং আরো ধন্যবাদ জানাই আর্থিকভাবে যারা আমাদের সাহায্য করেছেন।