বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক, ১৪৩১

শাহরিয়ার রেজাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

মানব কল্যাণ পরিষদের মানবিক ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গী পার্কে মানব কল্যাণ পরিষদ আয়োজিত দিনব্যাপী মানবিক ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর বিদায়ী উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ই, আ, ম, মাসুদ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রিয়াজুল হক, জেলা সমাজসেবা অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার হামিদুল্লাহ মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুস সালাম ও নারী উদ্যোক্তা মারজিয়া আক্তার সহ অন্যান্য।
অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস ও নারী উদ্যোক্তা মাইহার মিম এর সাবলীল উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়াম্যান মোহাম্মদ হোসেন ও কবি রুনু সিদ্দিক। এছাড়াও অনুভুতি প্রকাশ করেন বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থী মাহপারা বিন আহমেদ নির্জনা ও ফুড প্রসেসিং প্রশিক্ষণের শিক্ষার্থী মাওলানা মো: হুমায়ুন কবির রানা।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর বিদায়ী উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজাকে বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাকে সম্মাননা স্মারক তুলে দেন মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন কোর্সের প্রশিক্ষকদের মধ্য আলোচনা করেন খাদিজা আক্তার তিন্নি, আব্রাউল আজিজ, মুনা আহমেদ, সামিয়া রহমান, কেয়া ইসলাম, পুতুল এবং গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী রিয়া খান, পপি সুলতানা,  সান্তনা ইসলাম, হিমি ও নৃত্য পরিবেশন করেন ইলমা আক্তার মিতু, সাদ্দাম হোসেন, শান্ত সহ অন্যান্য।
পরিশেষে মানবিক যোদ্ধা রাকিবুল ইসলাম ইফতির দায়িত্বশীলতায় সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবিক উৎসবের সমাপ্তি ঘটে।
Join Manab Kallyan