শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

আযমীর বাসায় জামায়াতের আমির শফিকুর রহমান

দীর্ঘদিন বন্দিদশা থেকে মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমীর সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৯ আগস্ট) রাতে রাজধানীর বড় মগবাজারে আযমীর বাসায় তার সঙ্গে দেখা করেন জামায়াতের আমীর। সেনাবাহিনীর (চাকরিচ্যুত) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমী জামায়াতের সাবেক আমির অধ্যাপক মরহুম গোলাম আযমের মেজ ছেলে।

আযমীর সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, তিনি (আমান আযমী) শারীরিক ও মানসিকভাবে অনেক বিধ্বস্ত। আমাদের সঙ্গেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আমাদের মাধ্যমে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সালাম পৌঁছে দিলাম।

বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন- জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ওনার শারীরিক-মানসিক অবস্থা ভালো নেই। উনি বিধ্বস্ত।

Join Manab Kallyan