পহেলা সেপ্টেম্বর খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী কার্যালয়ে নারায়ণগঞ্জ সদর শাখার এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শাখা সেক্রেটারি খন্দকার হাফেজ মুহাম্মদ আওলাদ হোসেনের পরিচালনায় সহ সভাপতি খন্দকার মুহাম্মদ আলি ইউনুছ সভাপতিত্ব করেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। আরো বক্তব্য রাখেন মহানগরী শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বির আহমদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা শাখার সহ সেক্রেটারী মুফতি আব্দুল গনি। এসময় সাংগঠনিক ভাবে কর্মিরা উজ্জীবিত হয়ে উঠে।