শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক, ১৪৩১

বাগেরহাটে ঘষিয়াখালী চ্যানেলে ভাঙন, এলাকা প্লাবিত

বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে গ্রামরক্ষা বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ছে।

স্থানীয়রা জানায়, রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের রোমজাইপুর গ্রামে মোংলা- ঘষিয়াখালী চ্যানেলে কয়েক দিন ধরে ভাঙন চলছে। এতে চারটি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ পর্যন্ত দুটি বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে এবং ঝুঁকিতে রয়েছে চার-পাঁচটি খুঁটি। এখনও ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকিতে পড়েছে আরও প্রায় ২০টি বাড়ি। রোমজাইপুর গ্রামের গ্রামরক্ষা বাঁধ ভেঙে দৈনিক দুবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এলাকার প্রায় ১০০টি বসতবাড়ি।

স্থানীয় বাসিন্দা মিজান মোল্লা বলেন, ‘ঘষিয়াখালী চ্যানেলের ভাঙনে আমার বাড়িঘর ভেঙে গেছে। পরিবার নিয়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছি। এখনও চ্যানেলে ভাঙন অব্যাহত রয়েছে।’

স্থানীয় বাসিন্দা বিভাষ হালদার জানান, কয়েক দিন ধরে চ্যানেলে ভাঙন শুরু হয়েছে। অপরিকল্পিত চ্যানেল খনন করায় রোমজাইপুর গ্রামটি ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার ভেঙে গেছে। গ্রামের ভেতরের প্রায় দুই কিলোমিটার আধা পাকা সড়ক জোয়ারের পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. বায়েজিদ সরদার বলেন, ‘দেড় মাস পূর্বে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাঁধ ভেঙে গ্রাম তলিয়ে গ্রামের অনেক ক্ষতি হয়। স্থানীয়ভাবে বাঁধ মেরামতের চেষ্টা করেছি। চ্যানেলে আবারও ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনে চারটি বসতবাড়ি ভেঙে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত বাসিন্দারা অন্যত্র চলে গেছে। লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজন বাড়ি থেকে বের হতে পারছে না।’
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, ‘এ বিষয়ে এমপি হাবিবুন নাহারের সঙ্গে কথা হয়েছে। বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন দ্রুত-সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন।’

Join Manab Kallyan