শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র, ১৪৩১

জেফারের স্পাইসি গান এবং রুচির বিকার

‘সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়া কাইট্টালা/ পিরীতের খ্যাতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা’ গানটি প্রায় একযুগ আগে ‘সোনা বন্ধু তুই আমারে’ শিরোনামে প্রকাশিত হয়। গানের শিল্পী ছিলেন নার্গিস। সংগীতার ব্যানারে গানটি সেসময় অডিও ফিতায় প্রকাশিত হয়েছিল। পুরোনো সেই গানের ওই অংশকে নিজের গানে যুক্ত করেছেন হালের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী জেফার রহমান।

আর তাতে গানের একটি শব্দের উচ্চারণে অশ্লীলতা প্রকাশ পেয়েছে বলে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকেই গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ কেউ বিরূপ মন্তব্য করেছেন। ইংরেজি গানের বাংলা অংশটুকু নিয়ে ক্ষোভ ঝেরেছেন বোদ্ধারা। ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন। গানটিকে উচ্চারণের কারণে অশ্লীল বলছেন তারা।

চারদিন আগে ‘ওকেব্রো রেকর্ডস’র ইউটিউবে ‘স্পাইসি’ শিরোনামে প্রকাশ পেয়েছে গানটি। নিজেই পারফর্ম করেছেন মিউজিক ভিডিওতে। সঙ্গে রয়েছেন বিদেশি কয়েকজন। গানটি প্রযোজনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও আইডিতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক-বিতর্ক।

গানটির ১ মিনিট ২৪ সেকেন্ডে গিয়ে অংশটুকু যুক্ত হয়েছে। ফেসবুকে গানের “সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়া কাইট্টালা, পিরিতের খ্যাতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা” অংশ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ইনফরমেশন ক্লাব নামের পেজে লেখা হয়েছে, ‘জেফারের গানের “ভোতা” শব্দটিকে অন্য ইঙ্গিত করে মজা করছেন দুষ্ট নেট-নাগরিকরা!’

জারা জেবীন নামের একজন সেই পোস্টে মন্তব্য করেছেন, ‘এটা অনেক আগের গান। উনি সেটার রিমেক করেছেন। কার গান মনে নেই। তবে ব্লুটুথ যুগে এই গান মেমোরি কার্ডে বিশ-পঞ্চাশ টাকা দিয়ে মানুষ কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে নিতো। খুবই নিম্নমানের গানের কথা, যা শুনতেই অশালীন লাগে।’

আনিকা তাবাসসুম মন্তব্য করেছেন, ‘জেফার ইংরেজি গান করে। এটাই ওরে মানায়। ওরে কে বলে বাংলা গান গাইতে। ওর বাংলা গান শোনার রুচিই বা বাঙালিদের হয় কেমনে? ওর বাংলা গানের চেয়ে হিরো আলমের গানের উচ্চারণ ভালো হয়।’

বাংলার মি. বিন খ্যাত রাসেদ শিকদার তার টাইমলাইনে জেফারের গানের ওই অংশটুকু পোস্ট করেছেন। সেখানে শতাধিক মন্তব্য রয়েছে। সেখানে তরিকুল ইসলাম রহমত মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় তারা ভাইরাল হওয়ার জন্য বা গানটা আলোচনায় আনার জন্য নিজেরা ইচ্ছা করেই ‘ত’ এর জায়গায় ‘দ’ এর উচ্চারণ করছে। এখানে স্পষ্ট ‘দ’ এর উচ্চারণ শোনা যাচ্ছে।’

আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই গত চারদিনে গানটির ভিউ হয়েছে ২ লাখ ৪৪ হাজার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে পরিচিত সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে গান লেখেন এবং সুর করেন। এ ছাড়া তিনি একজন প্রযোজক ও অভিনেত্রী। তবে এসব সমালোচনা নিয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

Join Manab Kallyan