মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

এই ছবির প্রকৃত কাহিনি জানালেন নেটিজেনরা

সম্প্রতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে প্রেসক্লাবে যান বিভিন্ন দলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী মতাদর্শের সাংবাদিকদেরও দেখা যায় একই টেবিলে। এমনই কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি নিয়ে সমালোচনার ঝড় ওঠে ফেসবুকে। ফলে উপস্থিত কয়েকজন সাংবাদিক ছবিটির প্রকৃত কাহিনি তুলে ধরেন।

সাংবাদিক খন্দকার আলমগীর হোসাইন লিখেছেন, ‘এই ছবির প্রকৃত কাহিনি… জামায়াত নেতারা জাতীয় প্রেসক্লাবের টিভি রুমে আগে থেকে ওই টেবিলে বসেছিলেন গাজী ভাইয়ের জানাজার অপেক্ষায়। আমরা সবাই জানাজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। বিএনপি-জামায়াতপন্থী আমাদের ভাইয়েরা জামায়াত নেতাদের সাথে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করছিলেন। কেউ আসছেন কেউ যাচ্ছেন। এরপর একে একে আওয়ামীপন্থী সাংবাদিক নেতারা ওখানে এসে জামায়াত নেতাদের সাথে বসেন। তখন জামায়াত নেতাদের কী করণীয় ছিল। তাদের উঠিয়ে দেওয়া? তারাও জানাজায় অংশ নিতে এসেছিলেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম।’

সাংবাদিক অলিউল্লাহ নোমান লিখেছেন, ‘আওয়ামী সাংবাদিকরা রাজাকার বলে মুখে ফেনা তুলতেন। তাদের সাথে যারা মেশেন তাদেরকেও অচ্যুত বলে ঘৃণা করতেন। অথচ, তাদের ভাষায় রাজাকার অচ্যুতদের সাথে একটু বসে সহব্বত নিতে প্রতিযোগিতা হয়েছে আজ।’

নোমান লিখেছেন, ‘সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীভাইয়ের জানাজায় অংশ নিতে প্রেসক্লাবে এসেছিলেন জামায়াত নেতৃবৃন্দ। প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে প্রবেশের পরপরই শুরু হয় আওয়ামী সাংবাদিকদের প্রতিযোগিতা। কে কার আগে এসে করমর্দন করবেন, কে পাশে বসবেন। এ নিয়ে বেশ প্রতিযোগিতা হয়েছে আওয়ামী সাংবাদিকদের মধ্যে।’

তিনি লিখেছেন, ‘জামায়াত আমিরের পাশে আছেন ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, আবুল কালাম আজাদ, ওমর ফারুক। উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে জানা গেছে, এসময় আশেপাশে ঘুরঘুর করছিলেন আরও অনেকেই।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘বিপ্লবের পর তারা প্রেসক্লাবে আসা বন্ধ করে দিয়েছিলেন। গাজী ভাইয়ের জানাজাকে কেন্দ্র করে প্রেসক্লাবে ফিরেছেন আওয়ামীরা। তাদের নির্লজ্জ চেষ্টা জামায়াত নেতাদের সহব্বত নিয়ে যদি আবার ফেরা যায়। আওয়ামীরা ফ্যাসিবাদি। তারা ভিন্নমত সহ্য করে না। ঠেলায় পড়লে পায়ে পড়তেও দেরি করে না।’

Join Manab Kallyan