আগের ম্যাচে মোহামেডানের কাছে শেষ বলে গিয়ে হার মানা প্রাইম ব্যাংক পরের ম্যাচেই জয়ের পথ খুঁজে পেয়েছে। আজ শনিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জকে ৫ উইকেটে হারিয়ে এবারের লিগে পঞ্চম জয়ের স্বাদ পেলো তামিম ইকবালের দল। দ্বিতীয় পরাজয় দেখলো রূপগঞ্জ।
বাঁ-হাতি স্পিনার নাজমুল অপু, লেগস্পিনার অলক কাপালি ও পেসার রুবেল হোসেন প্রথম সেশনেই প্রাইম ব্যাংকের জয়ের ভিত গড়ে দেন। এই ৩ বোলারের সাঁড়াশি আক্রমণে মাত্র ১৬৫ রানেই সব উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
মিডল অর্ডার আমিনুল ইসলাম বিপ্লব (৫৫) ছাড়া আর একজন ব্যাটারও রান পাননি লিজেন্ডস অফ রূপগঞ্জের। নাজমুল অপু ৪৪ রানে একাই ৫ উইকেট দখল করেন। অলক কাপালি আর রুবেল পান ২টি করে উইকেট। ১৬৬ রানের ছোট টার্গেট ছুঁতে গিয়ে বড় ধরনের চাপে পড়েনি প্রাইম ব্যাংক। ৫ উইকেট হাতে রেখে ৯১ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তামিম বাহিনী।
প্রাইম ব্যাংকের কেউ একা বড় ইনিংস খেলেননি। অধিনায়ক তামিম ওয়ান ডাউনে নেমে ৪০ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করেন। আর শেষ দিকে নাইম ইসলাম অপরাজিত ২৮ এবং অলক কাপালি ২১ রানে নট আউট থেকে দল জিতিয়ে ফেরেন সাজঘরে।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অফ রূপগঞ্জ: ১৬৫/১০, ৪৩.৩ ওভার (ইমরানউজ্জামান ১৯, তুষার ২, রেজওয়ান ৫, শামীম পাটোয়ারী ১০, আমিনুল বিপ্লব ৫৫, শুভাগত হোম ১৪, মাশরাফি ২, শহিদুল ২১, সুমন খান ১১; নাজমুল ৫/৪৪, অলক কাপালি ২/১১, রুবেল ২/২০)।
প্রাইম ব্যাংক: ১৬৭/৫, ৩৪.৫ ওভার (শেখ মেহদি ১৬, পারভেজ ইমন ২২, তামিম ইকবাল ৩৫, সাব্বির রহমান ২৮, নাইম ইসলাম ২৮*, মোহাম্মদ মিঠুন ১২, অলক কাপালি ২১*)।
ফল: প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ: নাজমুল অপু।