সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

চেলসির জালে ৫ গোল দিলো আর্সেনাল

চেলসির উপর যেন এক ধ্বংসলীলা চালালো আর্সেনাল। একে একে ৫ গোল দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের জাল ছিন্নভিন্ন করলো গানাররা। এতে শিরোপার দৌড়ে সবার প্রথমে থাকা আর্সেনাল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল থেকে গোটা ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে এগিয়ে গেল।

আর্সেনালের রোমাঞ্চকর রাতে জোড়া গোল করেছেন লিয়েন্দ্রো ট্রোসার্ড। এতে চেলসিকে ৫-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল।

বর্তমানে ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুুল। আর ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

Join Manab Kallyan