সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

আগামীকাল শনিবার গরম বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের কোথাও সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দু-এক জায়গায় ছিটে-ফোঁটা হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা আরও কিছুটা বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

Join Manab Kallyan