সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

সাড়ে ৪ কেজি সোনাসহ বেসরকারি এয়ারলাইনসের গাড়িচালক গ্রেপ্তার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের একজন বেসরকারি একটি এয়ারলাইনসের গাড়িচালক। আজ শনিবার বেলা তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ দুপুরে বেসরকারি এয়ারলাইনসের গাড়িচালক মো. হেলাল (৫১) শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশপথ দিয়ে বের হন। পরে একজন সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। এর মধ্যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে এপিবিএন জানতে পারে, তাঁদের কাছে সোনা আছে। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন হেলালের পরিচিত কামাল হোসেনের (২৯) কাছ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা (বার) উদ্ধার করা হয়।

Join Manab Kallyan