মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে এক যুবককে হত্যা করেছে। তাঁর নাম ফয়সাল। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, পল্লবী থানাধীন মিরপুর–১২–তে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামের দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। আর আহত রাশেদ হাসপাতালে চিকিৎসাধীন।

Join Manab Kallyan