সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

সাবেক স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ছড়িয়ে গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকা থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. মাহাবুব খন্দকার।

পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে মাহাবুব খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করে পুলিশ।

মামলার এজাহারের তথ্য বলছে, ২০২১ সালের ২১ এপ্রিল মাহাবুব খন্দকারের বিয়ে হয়। তবে বনিবনা না হওয়ায় গত বছরের শেষ দিকে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। পরে ওই নারীর অন্যত্র বিয়ে হয়। মাহাবুব ওই নারীর অজান্তে ধারণ করা তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেন।

Join Manab Kallyan