সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদ। এতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় ১৫ আগস্ট শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান সমন্বয়করা।
বুধবার (১৪ আগস্ট) নগরীর তালাইমারি মোড় এলাকায় বিকেল ৪টায় এ কর্মসূচি পালিতি হয়।
অপরদিকে, চলমান আন্দোলনে রাজশাহীতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে রাত সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে যা জনগণ বুঝে গেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশে বসে দেশকে নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমরা সবাই সতর্ক থেকে সেসব নৈরাজ্যকে রুখে দেবো। আগামীকাল ১৫ আগস্ট সকল শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।