সুন্দর মুখশ্রীর জন্য সিনেমায় পা রেখেই আলোচনায় এসেছিলেন কেয়া। এরপর ধীরে ধীরে গড়েছেন নিজের ক্যারিয়ার। কাজ করেছেন মান্না, রিয়াজ, আমিন খান, শাকিব খানসহ জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে। বর্তমানে আগের মতো সেই ব্যস্ততা নেই সিনেমার। বেছে বেছে কাজ করেন।
তবে সিনেমা সংক্রান্ত নানা আয়োজনে তার দেখা মেলে। ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগটা রক্ষা করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে সম্প্রতি তিনি ক্ষোভ উগড়ে দিলেন। জানালেন আইনি ব্যবস্থা নিয়েছেন বলে।
কেয়ার অভিযোগ, তার নামে বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব এবং অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে। তাই যারা এ কাজের সঙ্গে জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন কেয়া।
এই চিত্রনায়িকা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে আমার দীর্ঘ ২৪ বছরের অভিনয় জীবন। এই সুদীর্ঘ পথ চলায় আমি কখনো কাউকে অশ্রদ্ধা করিনি, অহঙ্কার করিনি, তুচ্ছ-তাচ্ছিল্য করিনি। সবাইকে যথোপযুক্ত সম্মান দিয়ে পথ চলেছি এবং অভিনয় ও পরিবার নিয়েই জীবনের ব্যস্ত সময় পার করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা গুজব ও রটনার সংমিশ্রণ ঘটিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমার মান-সম্মান ক্ষুণ্নসহ আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত ছিলেন। আমার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী এ খারাপ সময়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
আমি ভেঙে পড়িনি, সিদ্ধান্ত নেই প্রতিবাদ করার। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষ বরাবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করি।
কিছু কিছু মিডিয়াও এসব অপপ্রচার বুঝতে পেরে তাদের অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল থেকে আমার বিরুদ্ধে মানহানিকর অপসংবাদ প্রত্যাহার করে নিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সত্য সাংবাদিকতাকে সাধুবাদ জানাই।’
এই স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাইলে কেয়া বলেন, ‘এই অভিজ্ঞতাটা খুবই হতাশার। আমি যে কাজ করিনি সেটার দায় কেন নেবো? কিন্তু একদল মানুষ তো নাছোড়বান্দা, তারা সব দায় আমার ওপর দিয়েই শান্তি খুঁজতে চায়। সেটা তো হতে দেওয়া যায় না। পত্রিকা কিংবা চ্যানেলের কাটতির জন্য আমার জনপ্রিয়তাকে কাজে লাগানো অপরাধ। তাই আমি আইনি প্রক্রিয়ায় হাঁটছি। মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে প্রয়োজনে মামলাও করবো।’