গাজা উপত্যকার মানবিক সংকট সেখানকার প্রসূতি মা ও নবজাতকদের জন্য ‘দুঃস্বপ্নের পরিস্থিতি’ তৈরি করেছে। সেখানকার চিকিৎসকেরা বলছেন, উপত্যকার হাসপাতালগুলোয় ছোট ও অসুস্থ শিশু জন্ম নিচ্ছে। মৃত শিশু প্রসবের ঘটনাও ঘটছে। এমনকি পর্যাপ্ত অবেদন (অ্যানেসথেসিয়া) ছাড়াই প্রসূতি মায়েদের অস্ত্রোপচার করতে হচ্ছে।
গতকাল শুক্রবার ফিলিস্তিনে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ডমিনিক অ্যালেন এসব কথা বলেছেন।