রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র, ১৪৩১

জনগণের আকাঙ্ক্ষা সংস্কার করেই নির্বাচন দিতে হবে: নুরুল ইসলাম

জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার করেই নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া হয়, তাহলে আবারও নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লুণ্ঠন হওয়ার আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদরাসা মাঠে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াত আয়োজিত কর্মসংস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জনগণের আকাঙ্ক্ষা সংস্কার করেই নির্বাচন দিতে হবে: নুরুল ইসলাম

নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, ৫ আগস্টের পরে সাধারণ মানুষের মনে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এদেশের ছাত্র-সমাজের স্লোগান ছিল—‘আমরা ন্যায়বিচার চাই’। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আহত এবং পঙ্গুতবরণ করে যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

সভা শেষে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ এবং প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করেন তিনি।

জনগণের আকাঙ্ক্ষা সংস্কার করেই নির্বাচন দিতে হবে: নুরুল ইসলাম

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।

Join Manab Kallyan