মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

সিরাজগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় হেদেজা বেগম (৬১) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর এক লাখ ৩০ হাজার টাকা লুট করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা ক্রসবার-৩ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেদেজা বেগম একই উপজেলার চন্ডালবয়ড়া গ্রামের হাজী সোরহাব আলী মণ্ডলের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Join Manab Kallyan