রমজান মাসের শেষে এসে আয়োজন করা হলো ইফতার পার্টির। সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, পিরুঝপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মাসুদুর রহমান মাসুম।
এ ইফতার পার্টিতে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ পনির ভূঁইয়া এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার পার্টিতে অন্য যারা উপস্থিত ছিলেন, তারা হলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম মৃধা, কবি সাংবাদিক মোঃ জামান ভূঁইয়া, সাংবাদিক কাজী সালাউদ্দিন, মোঃ আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, এস আই খোকন, মোঃ দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন, নিলোতপাল রায়, মোঃ সৈকত সহ বেশ কয়েকজন সাংবাদিক। ইফতারের আগে বিশেষ ভাবে মুনাজাত করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান মাসুম বলেন, আমি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আমি জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত জনগনের সেবা করে যাচ্ছি এবং পাশাপাশি সাংবাদিক ভাইদের সাথে নিয়ে সোনারগাঁওয়ের শিক্ষা সহ সকল বিষয়ে কাজ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। মানুষের সেবক হিসেবে যেন সব সময় কাজ করে যেতে পারি। সব শেষে সবার মঙ্গল কামনা করে প্রধান অতিথি মাসুদুর রহমান মাসুম তার বক্তব্য শেষ করেন।