সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র মামলা বন্ধের প্রস্তাব: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র মামলা দায়ের বন্ধ করার প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পরিষদ এ প্রস্তাব দেয়।

পরে যমুনার সামনে সাংবাদিকের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

তিনি জানান, যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তীতে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ।

মাহ্‌ফুজ আনাম বলেন, আমরণ চাই, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে বিভিন্ন আইন-কানুন সংস্কারের প্রস্তাব দিয়েছি। সাংবাদিকেদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছি।

Join Manab Kallyan