শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১

প্রথম দিন আ’লীগের ফরম নিলেন ৮১০ জন

দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার মনোনয়ন বিতরণ শুরুর প্রথম দিনই ফরম তুলেছেন ৮১০ জন। মনোনয়ন বিতরণ চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আওয়ামী লীগের দপ্তর জানিয়েছে, প্রথম দিন মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে আছেন রাজনীতিবীদ, পেশাজীবী, আইনজীবী, অভিনেত্রী, শিল্পীসহ অনেকে।

প্রথম দিন সবচেয়ে বেশি ফরম সংগ্রহ করা হয়েছে ঢাকা বিভাগ থেকে ২৭৫টি। সবচেয়ে কম ফরম সংগ্রহ করা হয়েছে সিলেট বিভাগ থেকে ২৬টি। এ ছাড়া চট্টগ্রাম থেকে ১৪৯, রংপুর থেকে ৭৫, বরিশাল থেকে ৫৬, খুলনা থেকে ৭৭, রাজশাহী থেকে ৯০ এবং ময়মনসিংহ থেকে ফরম তুলেছেন ৬২ জন।

এবার প্রত্যেকটি ফরমের দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকা। প্রথম দিন ফরম বিতরণ করে আওয়ামী লীগ আয় করেছে ৪ কোটি ৫ লাখ টাকা।

মনোনয়ন প্রত্যাশীদের আশা দলের জন্য বিভিন্ন সময় অবদান রেখেছেন—এমন নারীদেরই এবার মনোনয়ন দেবে আওয়ামী লীগ।

Join Manab Kallyan