রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজ বৃহস্পতিবার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে কত দিন হাসপাতালে থাকতে হবে, সব পরীক্ষার পর মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত নেবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের কিছু জটিলতা রয়েছে। সে জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল বুধবার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ আরও কয়েকটি পরীক্ষা করা হবে। সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান। রাত সাড়ে নয়টা পর্যন্ত সেখানে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।