সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে । কানাডার টরোন্টো, মনট্রিয়েল সিটির সবকটি মসজিদসহ নিউইয়রক সিটির জামাইকা শহরের জামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলীন মুসলিম সেন্টার, ব্রংকসের পারকচেসটার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ সহ ম্যানহাটন, কুইন্স, সটেটেন আইসল্যান্ডের সবকটি মসজিদে ১০ এপ্রিল বুধবার সকালে ঈদ জামাত অনুষঠিত হয় ।

এরপর বিভিন্ন বাসা বাড়িতে পরিবার পরিজন ও আত্নীয় স্বজনেরা কুশল বিনিময় করেন । অনুরুপভাবে যুক্তরাষ্ট্রের নিউজারসির পেটারসন, আটলান্টিক সিটি, নিউইয়রকের বাফেলো সহ মিশিগানসহ বিভিন্ন সটেটের বাংলাদেশী অধ্যুষিত শহরের মসজিদ ও খোলামাঠে ঈদ জামাত অনুষঠিত হয়েছে । মিশিগানের সবচেয়ে বড় ঈদ জামাত হেমট্রামিক শহরের প্রবেশ মুখের স্কুল মাঠে অনুষঠিত হয়েছে ।

সেইসাথে বায়তুল মোকাররম মসজিদ, বায়তুল মামুর সুননী মসজিদ, আল ফালাহ জামে মসজিদ সহ মিশিগানের সবকটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় । সেই সাথে মিশিগানের ওয়ারেন সিটিতেও খোলা মাঠে ঈদ জামাত অনুষঠিত হয় । এছাড়া মিশিগানের ট্রয় সিটি, সটারলিং হাইটস, রয়েল ওয়াকের বিভিন্ন শহরে বিপুল পরিমাণ বাংলাদেশী ও ইয়ামনী মসজিদে অংশগ্রহণে ঈদুল ফিতরের জামাত অনুষঠিত হয় । বাংলাদেশীরা বিভিন্ন বাসা বাড়িতে একে অন্যের বাসায় বাসায় গিয়ে ঈদের কুশল বিনিময় করেন ।

Join Manab Kallyan