সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী অক্টোবরে ঢাকা এবং সিলেটের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ২৩টি ম্যাচ। এই বিশ্বকাপ উপলক্ষে আজ (রোববার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো গ্রুপিং এবং নির্ধারিত হয়েছে খেলার সূচি।

মোট ১০টি দেশ অংশ নেবে ৯ম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোট ৫টি করে দল নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে প্রতি গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। ৩ অক্টোবর শুরু হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর।

বাংলাদেশ রয়েছে বেশ কঠিন গ্রুপেই। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাছাই পর্বে দ্বিতীয় হওয়া দল। ‘এ’ গ্রুপে রয়েছে রেকর্ড ৬ বারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাছাই পর্বে ১ম হওয়া দল।

গ্রুপ ‘এ’র খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ‘বি’র খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আজ অনুষ্ঠিত গ্রুপিং এবং সূচি নির্ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কউর।

অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর বিশ্বকাপ ট্রফি নিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় একটি সফল বিশ্বকাপ আয়োজন করার জন্য শুভকামনা জানান তিনি।

বিশ্বকাপের প্রথমদিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথমদিনের প্রতিপক্ষ কে, তা এখনও অজানা। বাছাই পর্ব থেকে দ্বিতীয় হয়ে আসা দেশটি হবে বাংলাদেশের প্রতিপক্ষ। তার আগে উদ্বোধনী ম্যাচে ২০২৩ সালের রানারআপ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করবে ৪ অক্টোবর সিলেটে। তাদের প্রতিপক্ষ হবে বাছাই পর্ব থেকে এক নম্বরে থাকা দলটি। বিশ্বকাপে সবচেয়ে আকাঙ্খিত ম্যাচটি হবে, ৬ অক্টোবর, ভারত-পাকিস্তানের মধ্যকার। ভেন্যু সিলেট।

গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার-২।

Join Manab Kallyan