বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ, ১৪৩১

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: ৫ লাখ টাকা করে পাবে নিহতের পরিবার

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহতদের আর্থিক সহায়তা দেবে জেলা প্রশাসন। এক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা, পঙ্গুত্বের শিকারের জন্য তিন লাখ টাকা ও আহতদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে ১১ জন ঘটনাস্থলে মারা যান। পরে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে আরও তিনজন মারা যান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও হেলপারকেও আটক করা হয়েছে।

Join Manab Kallyan