মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

বরিশাল সিটি করপোরেশন

সরকার পরিবর্তনে ময়লা ও মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেকটা ঢিমেতালে চলছে বরিশাল সিটি করপোরেশনের কার্যক্রম। ফলে মশার উপদ্রব, জলাবদ্ধতা ও ঢিলেঢালা বর্জ্য ব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়েছেন ৩০টি ওয়ার্ডের বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর লাপাত্তা হয়ে গেছেন। এর ফলে ৫ আগস্টের পর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, দিনের বেলায়ও সড়কের ওপরে ময়লা আবর্জনার স্তূপ জমে থাকছে। সেইসব এলাকায় নাক চেপে চলাও যেন দুষ্কর হয়ে পড়েছে। এর মধ্যে নগরীর নবগ্রাম রোডের সার্কুলার রোড, দ্বীনবন্ধু সেন সড়ক, বগুড়া রোড, টিটিসি, বিএম কলেজ রোড, অক্সফোর্ড মিশন স্কুলের বিপরীতের ময়লা-আবর্জনা অন্যতম ভোগান্তির কারণ।

নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা আশিকুর রহমান বলেন, আগে রাতে সড়কে ময়লা ফেলা হতো। সেখান থেকে ট্রাক ভরে নেওয়া হতো ডাম্পিং স্পটে। আর এখন দিনেও রাস্তায় পড়ে থাকে ময়লা। এতে দুর্গন্ধে সড়ক দিয়ে চলা কষ্টকর হয়ে পড়েছে। রোগবালাইও ছড়াচ্ছে।

টিসিসি এলাকার বাসিন্দা রাকিব বলেন, আগে নিয়মিত ময়লা-আবর্জনা, ড্রেন পরিষ্কার করলেও এখন নিয়মিত করছে না। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় সামান্য বৃষ্টিতেই যেমন রাস্তায় পানি জমে থাকছে, তেমন ময়লার স্তূপের কারণে দূর্গন্ধে হাঁটাচলা করা যাচ্ছে না।

তবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর ভ্যানগাড়িতে বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা রাতে এগুলো অপসারণ করেন। তবে এখন নালার ময়লা পরিষ্কার করতে গিয়ে রাস্তায় কিছুটা পড়ে থাকতে পারে। সারাদিন ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে পারে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর কাউন্সিলররা ওয়ার্ড কার্যালয়ে না থাকলেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখনো প্রতিদিন ১৮০ থেকে ১৯০ টন বর্জ্য অপসারণ করা হচ্ছে নগরী থেকে।

এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে, তেমনি মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরীর বাসিন্দারা। নগরীর পশ্চিম কাউনিয়া খালপাড়, জিয়ানগর, গোরস্তান রোড, কলেজ রোড, নিউ সার্কুলার রোড, মনসুর কোয়ার্টার, কালুশাহ সড়ক, মেডিকেলের পেছনে, রূপাতলী হাউজিং এলাকার একাধিক বাসিন্দা মশার উপদ্রব বৃদ্ধির অভিযোগ করেছেন।

তারা বলছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মশকনিধনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের দেখা যাচ্ছে না। কাউন্সিলরদেরও পাওয়া যায় না।

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের মশকনিধন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে মশা মারার ওষুধ ছিটানো যায়নি। তাছাড়া সরকার পরিবর্তনে ৫ আগস্ট এনএক্স ভবনে যে আগুন ও লুটপাট হয়েছে, সে সময় আমাদের ১৫টি হ্যান্ড স্প্রে খোয়া গেছে। বর্তমানে ২০টি হ্যান্ড স্প্রে এবং ১০টি ফগার মেশিন দিয়ে কাজ চলছে। নতুন করে এসব যন্ত্র কেনা হলে মশকনিধন কার্যক্রম আরও জোরদার হবে।

Join Manab Kallyan