বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ, ১৪৩১

ছাত্রদল-শিবিরের কাছ থেকে শিক্ষা নিতে বললেন ছাত্রলীগ নেতা

ছাত্রদল-শিবির নেতাকর্মীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আগামীতে দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন ছাত্রলীগের এই নেতা। বর্তমানে কোথায় অবস্থান করছেন তাও অজানা। দীর্ঘদিন পর হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে নাজমুল ইসলাম লিখেছেন, ‘আপনারা জানেন বিগত ১৬ বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতায় ছিল। আমাদের ১৬ বছরের শাসনামলে বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবিরের নেতাকর্মী জেল-জুলুম সহ্য করেই রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। দিনের পর দিন মাসের পর মাস তারা কারাগারে কাটিয়ে সংগঠনের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সংগঠনকে ত্যাগ করেনি। তাদের থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং দীর্ঘ লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে।’

তিনি আরও লেখেন, ‘যেহেতু দীর্ঘদিন আমরা সরকারে ছিলাম সেখানে স্বাভাবিকভাবেই আমাদের ভুলত্রুটি হয়েছে। অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়েছে। প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে অবশ্যই কিছু না কিছু দুর্নীতি লুটপাট হয়েছে। এর ফলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এত এত উন্নয়নের পরেও স্বাভাবিকভাবেই জনগণের মনে আমাদের নিয়ে কিছুটা ক্ষোভ রয়েছে। এই ক্রান্তিকাল অতিক্রম করতে হলে আমাদের অবশ্যই আত্মসমালোচনা-আত্ম উপলব্ধি করতে হবে। পাশাপাশি সুপরিকল্পিতভাবে ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। অতীতের ভুলত্রুটি শুধরে নিজেদের ঐক্যবদ্ধ করে একসঙ্গে সম্মিলিতভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।’

নিজেরসহ অসংখ্য নেতাকর্মীর বাসাবাড়ি ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও ফেসবুকে অভিযোগ করেন ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম।

তিনি লিখেছেন, ‘এই দুর্দিনে রাজপথে প্রতিরোধ প্রতিবাদ করা সম্ভব হয়নি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এসব অন্যায় হামলা মামলা মোকাবিলায় প্রতিরোধ এবং প্রতিবাদ করতে না পারার ব্যর্থতা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে অবশ্যই আমাকে নিতে হবে। আমি এই দায়ভার মাথা পেতে নিচ্ছি।’

Join Manab Kallyan