শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র, ১৪৩১

আরিফ হত্যা: আগ্নেয়াস্ত্রসহ আসামি গ্রেফতার

খুলনার আড়ংঘাটা থানা এলাকায় সাবেক মেম্বার আরিফুল ইসলাম আরিফ হত্যা মামলার অন্যতম আসামি বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি এবং ২টি কার্তুজ উদ্ধার হয়। সোমবার (২৯ জুলাই) এক ব্রিফিংয়ে এ কথা জানান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৪ জুন রাতে বাড়ির বাইরে আরিফকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করেন।

এরপর হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে এক আসামিকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। পরে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

তাদের তথ্যে মো. রিয়াদ সানা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজেও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি দৌলতপুর থানায় অস্ত্র আইনেও মামলা হয়েছে।

Join Manab Kallyan