জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি দক্ষতাভিত্তিক পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তি নেওয়া হবে। এ কোর্সের জন্য আবেদন চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য কার্যকর ও আধুনিক ডিপ্লোমা প্রোগ্রাম চালু করে তাঁদের দক্ষ উদ্যোক্তা, নির্বাহী কিংবা ব্যবস্থাপক হিসেবে তৈরি করাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (তৃতীয় ব্যাচ) ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। ভর্তির প্রাথমিক আবেদন ফি ৫০০ টাকা।