মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ক্রু’

বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা ‘দ্য ক্রু’। টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন তিন প্রজন্মের নায়িকা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সিনেমা ‘দ্য ক্রু’। প্রথমবারের মতো সিনেমাটি আমদানি করছে স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘দ্য ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে ২৯ মার্চ একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা সিনেমা আমদানি করে মুক্তি দেব স্টার সিনেপ্লেক্সে। ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের আগে সিনেমাটি চালাব।

বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা ‘দ্য ক্রু’। টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন তিন প্রজন্মের নায়িকা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই সিনেমায় বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন তিন অভিনেত্রী।

Join Manab Kallyan