শনিবার ছিল দেশের স্বনামখ্যাত ফ্যাশন হাউজ ভাসাভীর ১৯ বছর পূর্তি উৎসব। দেশের চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব সেলিব্রিটির সমাগমে জমজমাট হয়ে ওঠে রাজধানীর গুলশানের ভাসাভীর শোরুমটি।
প্রতি বছরই ঈদের আগে ভাসাভীর জন্মদিন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে এ ফ্যাশন হাউজ। কেক কেটে শুরু হয় জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা। এতে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, ওমর সানী, তানজিন তিশা, মিশা সওদাগর, নীরব, ইমন, সংগীতশিল্পী শুভ্রদেব, ফারহানা নিশোসহ টিভি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিসহ রাজনীতিক এবং ব্যবসায়ীরা।
আরও উপস্থিত ছিলেন ভাসাভী ফ্যাশন হাউজের নিজস্ব র্যাম্প মডেলরাও। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই সুনামের সাথে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছে ভাসাভী ফ্যাশন হাউজ। পরে জুয়েলারি যুক্ত করা হয় ভাসাভীতে। এক্সক্লুসিভ কালেকশনস এবং কোয়ালিটি ধরে রাখাই ভাসাভীর বিশেষত্ব। এবার ঈদকে কেন্দ্র করেও ভাসাভী বরাবরের মতো সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।’
শিশু-কিশোর, নারী-পুরুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন সব বয়সী মানুষের জন্য বিভিন্ন পোশাকে সমৃদ্ধ ভাসাভীতে আগত অতিথিরাও এ ফ্যাশন হাউজের বিশেষত্ব তুলে ধরেন।