প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শিক্ষার মাধ্যম হওয়া উচিত বাংলায়। পাশাপাশি অন্য ভাষা শেখার সুযোগ থাকতে হবে।
বুধবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, আমাদের শিক্ষার মাধ্যম বাংলা ভাষা হওয়া উচিত। পাশাপাশি অন্য ভাষা শেখার সুযোগ থাকতে হবে।
তিনি বলেন, দুর্ভাগ্য, আমাদের সমাজে কিন্ডারগার্ডেন শিক্ষার বিস্তার হয়েছে অথচ প্রাইমারি স্কুলগুলো অনেক ভালো, সেখানে অভিভাবকরা পড়াতে চায় না। আবার বিদেশ থেকে ফিরে বাংলা ব্যবহার করতে চায় না। অনেক নব্য ধনী মনে করে ইংরেজি বললে স্মার্ট হয়ে যাবে। ছেলে মেয়েদের ইংরেজি শেখায় খালি। স্মার্ট হতে হলেই বিদেশি ভাষায় কথা বলতে হবে এটা ঠিক না। নিজের মাতৃভাষাকেও জানতে হবে।
অন্য ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যম মাতৃভাষায় হতে হবে। তবে আধুনিক বিশ্বে চলার জন্য অন্য ভাষা শিখতে হবে।