৯ দফা দাবিতে ও গণমিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকেই শিক্ষার্থীরা শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের দেখা যায়। এরমধ্যে এক মা তার তিনি ছেলেকে নিয়ে আন্দোলনে এসেছেন। এদিকে শিক্ষার্থীরা সড়কে বসে নানান স্লোগান দেন। তাদের অবরোধের কারণে পুরো শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালীন বিজিবির গাড়ি এলে শিক্ষার্থীরা নিরাপত্তা দিয়ে তাদের সরিয়ে দেন। কেউ কেউ আবার ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। অবরোধে অংশ নেওয়া অভিভাবক আসমা বলেন, আমার তিন ছেলেকে নিয়েই আন্দোলনে এসেছি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আপাতত আমাদের কোনো পদক্ষেপ নেই। তবে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।