শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

কর্মশালায় যোগ দিতে চীন গেলেন আওয়ামী লীগের প্রতিনিধিদল

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছেন ৫০ সদস্যের আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সফর শেষে ৫ জুন দেশের ফিরবেন তারা।

Join Manab Kallyan