মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ, ১৪৩১

বিদ্যুৎসংকট মোকাবিলা

নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধ

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে রাত ৮টার পর সব মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত থেকেই এই নির্দেশনা কার্যকর কয়েছে।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন সড়কে ডিপিডিসির পক্ষ থেকে মাইকিং করে দোকানিদের সতর্ক করা হয়। ডিপিডিসি জানায়, সরকারি নিয়ম অনুযায়ী রাত ৮টার পর কোনো মার্কেট-দোকানপাট খোলা রাখা যাবে না। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং সবাই তীব্র গরমে বিদ্যুৎ পাবে।

ডিপিডিসি আরও জানায়, সবার কথা চিন্তা করে অবশ্যই রাত ৮টার মধ্যে মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে। রাত ৮টার পর দোকান খোলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে ডিপিডিসির নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস (এনওসিএস) অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী বলেন, ‘সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় বিদ্যুৎসংকটের আশঙ্কা থাকে। তাই এই সংকট মোকাবিলা করতে ও লোডশেডিং কমাতে রাত ৮টার পর থেকে সব মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এই নির্দেশনা আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যারা এ নির্দেশনা মানবে না, আমরা তাদের চিঠি দিয়ে সতর্ক করবো। এরপরও সতর্ক না হলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে। এই নির্দেশনা বছরজুড়েই বহাল থাকবে।’

এ বিষয়ে জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আরিফ দিপু বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমরা নোটিশ পেয়েছি। যেহেতু মার্কেট- দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে, আমাদের সেই নির্দেশনা মানতে হবে। সবাইকে এই নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করছি।’

Join Manab Kallyan